নিজেদের শৈশবে ঘটা এক মানসিক আঘাতের বোঝা এখনও বয়ে নিয়ে চলেছে চারজন প্রাপ্তবয়স্ক নারী। ঐ ভয়াবহ ঘটনা এখনও সবাইকে বেঁধে রেখেছে এক সুতোয়। আজ পনের বছর পরেও কেউ একজন নিশ্চিত করতে চায়, তারা যেন ঐ দিনের ঘটনা আজীবন মনে রাখে।
সায়ে, মাকি, আকিকো আর ইউকোর কাছ থেকে কৌশলে তাদের বান্ধবী এমিলিকে সরিয়ে নেয় এক অচেনা আগন্তুক। এই ঘটনা যখন ঘটে, তখন তারা একেবারেই ছোট। এরপর অবিশ্বাস্য খবরটাই শুনতে হয়। কয়েক ঘন্টা পর এমিলিকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায়। কেউ তাকে খুন করেছে।
এমিলির মৃতদেহ আবিষ্কারের পর পুলিশ যখন তাদের ঐ অচেনা আগন্তক সম্পর্কে জানতে চায়; সায়ে, মাকি, আকিকো আর ইউকোদের মধ্যে থেকে কেউই পরিষ্কারভাবে বর্ণনা দিতে পারে না। এমিলির মা আসাকো সবাইকে অভিশাপ দিয়ে বসে। শপথ করে বলে, তার মেয়ের মৃত্যুর দাম এই চারজনকে দিতেই হবে।
কানায়ে মিনাতোর ইন্টারন্যাশনাল বেস্টসেলার প্রথম বই কনফেশনের মতোই, পেন্যান্সও অন্ধকার এবং প্রতিশোধের গল্প শোনায়। পাঠককে টেনে নিয়ে যায় সাইকোলজি ট্রমার এক শ্বাসরুদ্ধকর আখ্যানে।
নিজেদের শৈশবে ঘটা এক মানসিক আঘাতের বোঝা এখনও বয়ে নিয়ে চলেছে চারজন প্রাপ্তবয়স্ক নারী। ঐ ভয়াবহ ঘটনা এখনও সবাইকে বেঁধে রেখেছে এক সুতোয়। আজ পনের বছর পরেও কেউ একজন নিশ্চিত করতে চায়, তারা যেন ঐ দিনের ঘটনা আজীবন মনে রাখে।
সায়ে, মাকি, আকিকো আর ইউকোর কাছ থেকে কৌশলে তাদের বান্ধবী এমিলিকে সরিয়ে নেয় এক অচেনা আগন্তুক। এই ঘটনা যখন ঘটে, তখন তারা একেবারেই ছোট। এরপর অবিশ্বাস্য খবরটাই শুনতে হয়। কয়েক ঘন্টা পর এমিলিকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায়। কেউ তাকে খুন করেছে।
এমিলির মৃতদেহ আবিষ্কারের পর পুলিশ যখন তাদের ঐ অচেনা আগন্তক সম্পর্কে জানতে চায়; সায়ে, মাকি, আকিকো আর ইউকোদের মধ্যে থেকে কেউই পরিষ্কারভাবে বর্ণনা দিতে পারে না। এমিলির মা আসাকো সবাইকে অভিশাপ দিয়ে বসে। শপথ করে বলে, তার মেয়ের মৃত্যুর দাম এই চারজনকে দিতেই হবে।
কানায়ে মিনাতোর ইন্টারন্যাশনাল বেস্টসেলার প্রথম বই কনফেশনের মতোই, পেন্যান্সও অন্ধকার এবং প্রতিশোধের গল্প শোনায়। পাঠককে টেনে নিয়ে যায় সাইকোলজি ট্রমার এক শ্বাসরুদ্ধকর আখ্যানে।