অ্যান বার্ডেনের বয়স ষোল বছর এবং সে পুরোপুরি একা। যে চেনা পৃথিবী তার ছিল; ভয়ংকর এক পারমাণবিক যুদ্ধে তা শেষ হয়ে গেছে অনেক আগেই। যুদ্ধ কেড়ে নিয়েছে তার কাছের মানুষগুলোকেও। গত কয়েক বছর ধরে সে নির্জন এক উপত্যকার পাশে বসবাস করছে। আর এই সময়ে অ্যান জীবিত একজন মানুষকেও দেখেনি।
কিন্তু দূরের এক ক্যাম্পফায়ারের ধোঁয়া তার একাকিত্ব জীবনে পরিবর্তন নিয়ে আসে। কেউ একজন এখনও বেঁচে রয়েছে। ক্রমশ এগিয়ে আসছে উপত্যকার দিকে। কে এই লোক? কি চায়? তাকে কী বিশ্বাস করা উচিত? অ্যানা একইসাথে উতলা এবং শঙ্কিত। কিন্তু দ্রুতই সে উপলব্ধি করল; পৃথিবীর শেষ মানুষ হিসেবে বেঁচে থাকার চেয়েও হয়ত ভয়ংকর কিছু থাকা সম্ভব।
অ্যান বার্ডেনের বয়স ষোল বছর এবং সে পুরোপুরি একা। যে চেনা পৃথিবী তার ছিল; ভয়ংকর এক পারমাণবিক যুদ্ধে তা শেষ হয়ে গেছে অনেক আগেই। যুদ্ধ কেড়ে নিয়েছে তার কাছের মানুষগুলোকেও। গত কয়েক বছর ধরে সে নির্জন এক উপত্যকার পাশে বসবাস করছে। আর এই সময়ে অ্যান জীবিত একজন মানুষকেও দেখেনি।
কিন্তু দূরের এক ক্যাম্পফায়ারের ধোঁয়া তার একাকিত্ব জীবনে পরিবর্তন নিয়ে আসে। কেউ একজন এখনও বেঁচে রয়েছে। ক্রমশ এগিয়ে আসছে উপত্যকার দিকে। কে এই লোক? কি চায়? তাকে কী বিশ্বাস করা উচিত? অ্যানা একইসাথে উতলা এবং শঙ্কিত। কিন্তু দ্রুতই সে উপলব্ধি করল; পৃথিবীর শেষ মানুষ হিসেবে বেঁচে থাকার চেয়েও হয়ত ভয়ংকর কিছু থাকা সম্ভব।