প্রচারমাধ্যমের ‘সত্যানুসন্ধানী’ ভাবমূর্তির অবসান ঘটিয়েছে এডওয়ার্ড এস. হারম্যান ও নোম চমস্কি রচিত ম্যানুফ্যাকচারিং কনসেন্ট; পলিটিক্যাল ইকোনমি অভ দি মাস মিডিয়া গ্রন্থটি। সম্মতি উৎপাদন; গণমাধ্যমের রাজনৈতিক অর্থনীতি এরই বাংলা অনুবাদ। সংবাদ মাধ্যমে যে ছাঁকন-প্রণালীর মধ্য দিয়ে পরিশোধিত হয়ে পাঠক-দর্শক-শ্রোতা সংবাদপ্রাপ্ত হয়, তার প্রকৃতি উন্মোচন করে লেখকদ্বয় এই গ্রন্থে সংবাদ প্রবাহের রাজনৈতিক অর্থনীতির তাত্ত্বিক রূপরেখা হাজির করেছেন।
মূলধারার প্রভাবশালী গণমাধ্যম কর্তৃক প্রচারিত সংবাদের ধরন বিশ্লেষণ করে লেখকদ্বয় একটি প্রচারণা মডেল তৈরি করেছেন যার সাহায্যে সংবাদ মাধ্যম কিভাবে জনমতকে শাসকগোষ্ঠীর রাজনৈতিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক স্বার্থের গণ্ডিতেই বেঁধে রাখার তৎপরতায় নিয়োজিত তা উদ্ঘাটন ও উপলব্ধি করা সম্ভব।
গণমাধ্যম নামে পরিচিত প্রচার মাধ্যমের প্রকৃতি উপলব্ধিতে আগ্রহী রাজনৈতিক, সাংস্কৃতিক, গণমাধ্যমকর্মী ও বিদ্যায়তনিক মহল সকলের জন্যই বর্তমান গ্রন্থটি অবশ্য প্রয়োজনীয়।
প্রচারমাধ্যমের ‘সত্যানুসন্ধানী’ ভাবমূর্তির অবসান ঘটিয়েছে এডওয়ার্ড এস. হারম্যান ও নোম চমস্কি রচিত ম্যানুফ্যাকচারিং কনসেন্ট; পলিটিক্যাল ইকোনমি অভ দি মাস মিডিয়া গ্রন্থটি। সম্মতি উৎপাদন; গণমাধ্যমের রাজনৈতিক অর্থনীতি এরই বাংলা অনুবাদ। সংবাদ মাধ্যমে যে ছাঁকন-প্রণালীর মধ্য দিয়ে পরিশোধিত হয়ে পাঠক-দর্শক-শ্রোতা সংবাদপ্রাপ্ত হয়, তার প্রকৃতি উন্মোচন করে লেখকদ্বয় এই গ্রন্থে সংবাদ প্রবাহের রাজনৈতিক অর্থনীতির তাত্ত্বিক রূপরেখা হাজির করেছেন।
মূলধারার প্রভাবশালী গণমাধ্যম কর্তৃক প্রচারিত সংবাদের ধরন বিশ্লেষণ করে লেখকদ্বয় একটি প্রচারণা মডেল তৈরি করেছেন যার সাহায্যে সংবাদ মাধ্যম কিভাবে জনমতকে শাসকগোষ্ঠীর রাজনৈতিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক স্বার্থের গণ্ডিতেই বেঁধে রাখার তৎপরতায় নিয়োজিত তা উদ্ঘাটন ও উপলব্ধি করা সম্ভব।
গণমাধ্যম নামে পরিচিত প্রচার মাধ্যমের প্রকৃতি উপলব্ধিতে আগ্রহী রাজনৈতিক, সাংস্কৃতিক, গণমাধ্যমকর্মী ও বিদ্যায়তনিক মহল সকলের জন্যই বর্তমান গ্রন্থটি অবশ্য প্রয়োজনীয়।