সেক্রেড মাউন্টেন রেস্টুরেন্টে ঘটে এক ভয়াবহ জঙ্গি হামলা। আক্রমণকারীরা সবাই বিদেশের মাটিতে পড়াশোনা করা উচ্চবিত্ত পরিবারের শিক্ষিত তরুণ। একই সময়ে ফেনীর বর্ডার দিয়ে চোরাই পথে ঢুকতে থাকে কোটি কোটি টাকার মালামাল, যেগুলো আটকাতে গিয়ে চাকরি হারিয়ে বসেন বিজিবির এক সাধারণ সুবেদার। এদিকে কিছু দুষ্কৃতিকারী পরিকল্পনা করছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে খুন করে পরিস্থিতি উত্তাল করতে। দেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের বুকে প্রতিবেশী দেশের কিছু নাগরিককে দেখা যাচ্ছে ছদ্মবেশে ঘোরাফেরা করতে। এসব ডামাডোলে কলকাতা অধিবাসী আদিত্যনারায়ণ, একটা ধর্মীয় সংগঠন চালানো চিন্ময় ব্রহ্মচারী কিংবা মফস্বল থেকে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে দিশেহারা হয়ে পড়া তুহিনের কী যোগাযোগ? আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হওয়া ঘটনাগুলো কি সত্যিই বিচ্ছিন্ন?
নাকি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে রচিত কোনো ষড়যন্ত্রের অংশ?
“ধ্বংসতত্ত্ব অথবা ইসরাফিলের শিঙা” একটি যাপিত-জীবনের গল্প। স্বপ্ন আর বাস্তবের দ্বন্দ্বের গল্প। বদলে যাওয়া সময়ের গল্প। ধ্বংসকামী শক্তির সাথে শুভ শক্তির লড়াইয়ের গল্প।
সেক্রেড মাউন্টেন রেস্টুরেন্টে ঘটে এক ভয়াবহ জঙ্গি হামলা। আক্রমণকারীরা সবাই বিদেশের মাটিতে পড়াশোনা করা উচ্চবিত্ত পরিবারের শিক্ষিত তরুণ। একই সময়ে ফেনীর বর্ডার দিয়ে চোরাই পথে ঢুকতে থাকে কোটি কোটি টাকার মালামাল, যেগুলো আটকাতে গিয়ে চাকরি হারিয়ে বসেন বিজিবির এক সাধারণ সুবেদার। এদিকে কিছু দুষ্কৃতিকারী পরিকল্পনা করছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে খুন করে পরিস্থিতি উত্তাল করতে। দেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের বুকে প্রতিবেশী দেশের কিছু নাগরিককে দেখা যাচ্ছে ছদ্মবেশে ঘোরাফেরা করতে। এসব ডামাডোলে কলকাতা অধিবাসী আদিত্যনারায়ণ, একটা ধর্মীয় সংগঠন চালানো চিন্ময় ব্রহ্মচারী কিংবা মফস্বল থেকে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে দিশেহারা হয়ে পড়া তুহিনের কী যোগাযোগ? আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হওয়া ঘটনাগুলো কি সত্যিই বিচ্ছিন্ন?
নাকি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে রচিত কোনো ষড়যন্ত্রের অংশ?
“ধ্বংসতত্ত্ব অথবা ইসরাফিলের শিঙা” একটি যাপিত-জীবনের গল্প। স্বপ্ন আর বাস্তবের দ্বন্দ্বের গল্প। বদলে যাওয়া সময়ের গল্প। ধ্বংসকামী শক্তির সাথে শুভ শক্তির লড়াইয়ের গল্প।