ধর্মনিরপেক্ষতাবাদ পাশ্চাত্য থেকে আমদানি করা এমন এক মতবাদ যার সঙ্গে আধুনিকতার সম্পর্ক নিবিড়। এই আধুনিকতা এক স্পর্ধিত উন্নাসিকতায় বাতিল করতে চায় প্রান্তিক মানুষদের ঐতিহ্য, সত্তা ও বিশ্বাসগুলিকে।
ধর্মীয় কট্টরপন্থা বা মৌলবাদও আসলে পশ্চিম-অনুসারী এক পন্থা এবং তার চোখেও প্রান্তিক মানুষ অবজ্ঞার। সে যত-না ধর্মের কথা বলে, তার চেয়ে বেশি বলে রাজনীতির কথাই। এই উভয় মতবাদই কর্তৃত্ব-কামিতায় আচ্ছন্ন অথচ বাস্তবতার আঘাতে নিয়ত পর্যুদস্ত।
বিপ্রতীপে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবন চর্যায় আভাসিত থাকে পরম্পরাগত স্বাতন্ত্র্য, বৈচিত্র্য, সহাবস্থান ও সহিষ্ণুতার এক আশ্চর্য মনোজগৎ।
সমাজ-মনস্তত্ত্বের তীক্ষ্ণ বিশ্লেষণধর্মী এই রচনায় ধরা আছে ভারতীয় রাজনীতির স্ববিরোধী করুণ চিত্র এবং লেখক আশিস নন্দীর মননের ব্যাপ্তি ও গভীরতা।
ধর্মনিরপেক্ষতাবাদ পাশ্চাত্য থেকে আমদানি করা এমন এক মতবাদ যার সঙ্গে আধুনিকতার সম্পর্ক নিবিড়। এই আধুনিকতা এক স্পর্ধিত উন্নাসিকতায় বাতিল করতে চায় প্রান্তিক মানুষদের ঐতিহ্য, সত্তা ও বিশ্বাসগুলিকে।
ধর্মীয় কট্টরপন্থা বা মৌলবাদও আসলে পশ্চিম-অনুসারী এক পন্থা এবং তার চোখেও প্রান্তিক মানুষ অবজ্ঞার। সে যত-না ধর্মের কথা বলে, তার চেয়ে বেশি বলে রাজনীতির কথাই। এই উভয় মতবাদই কর্তৃত্ব-কামিতায় আচ্ছন্ন অথচ বাস্তবতার আঘাতে নিয়ত পর্যুদস্ত।
বিপ্রতীপে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবন চর্যায় আভাসিত থাকে পরম্পরাগত স্বাতন্ত্র্য, বৈচিত্র্য, সহাবস্থান ও সহিষ্ণুতার এক আশ্চর্য মনোজগৎ।
সমাজ-মনস্তত্ত্বের তীক্ষ্ণ বিশ্লেষণধর্মী এই রচনায় ধরা আছে ভারতীয় রাজনীতির স্ববিরোধী করুণ চিত্র এবং লেখক আশিস নন্দীর মননের ব্যাপ্তি ও গভীরতা।